বছর ঘুরে আবারো আমাদের মাঝে ফিরে এসেছে ২১শে ফেব্রুয়ারী।
১৯৫২’র মহান ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই দিনটি আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। সঙ্গে থাকবে শিশু-কিশোরদের ছবি আঁকা প্রতিযোগিতা। তার সঙ্গে যুক্ত হবে বইমেলা আর দেশী খাবার-এর স্টল।
বাংলা ভাষাভাষীদের এই মিলনমেলায় আপনি সপরিবারে ও সবান্ধব আমন্ত্রিত।
অনুষ্ঠানের সময় ও স্থান
৪ঠা মার্চ ২০১৭ (শনিবার), বিকেল ৫টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত
এস আই এম (SIM) অডিটোরিয়াম, ৪৬১ ক্লেমেন্টি রোড, সিঙ্গাপুর ৫৯৯৪৯১