Bangla Language and Literary Society, Singapore

বিএলএলএস সম্পর্কিত কিছু তথ্য

বিএলএলএস এর নিবন্ধন ও প্রথম ঠিকানা: ২৪শে আগস্ট ১৯৯৪ তারিখে Registry of Society-এর চিঠি (ROS 171/94/CA5) এর মাধ্যমে একটি নিবন্ধিত সংগঠন হিসেবে যাত্রা শুরু করে বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারারী সোসাইটি (সিঙ্গাপুর)। চিঠিটি পাঠানো হয়েছিল প্রোটেম কমিটির প্রেসিডেন্ট মোঃ জহুরুল আলমের নামে, তাঁর বাসভবন ২৩৫ টেগোর এভিনিউ, সিঙ্গাপুর ২৬৭৮ এই ঠিকানায়। এ ঠিকানাটি ছিল বিএলএলএস এর প্রথম ঠিকানা।

প্রোটেম কমিটি:

মোঃ জহুরুল আলম (প্রেসিডেন্ট), গুরুদাস ব্যানার্জি (ভাইস প্রেসিডেন্ট), ড. এম এন এ হাওলাদার (সেক্রেটারি), ড. শামসুজ্জামান ফারুক (অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি), ডা. এম এ জাব্বার (ট্রেজারার) এবং ছয়জন সদস্য – এস কে ঘোষাল, ড. এম এ মনসুর, দেবব্রত ব্যানার্জী, ড. মুস্তাফিজুর রহমান, ড. হাবিব উল হক খোন্দকার ও আবদুল্লাহ আল মামুন।

শিক্ষিকাদের প্রথম ব্যাচ:

শিরীন মনসুর, নুর জাহান মুস্তাফিজ, মালা ঘোষ, নিলুফার বেগম, কৃষ্ণা গুপ্তা, শওকত আরা (পারভীন), শামীম আরা, শবনম আকতার স্বাতী, ফরিদা হাওলাদার।

প্রথম স্কুল সাব-কমিটি:

ড. মোঃ শাহাব উদ্দিন (চেয়ারম্যান), ড. নুরুম মবিনুর রহমান, দেলোয়ার হোসেন খান, অরূপ  ব্যানার্জি, ড.শামসুজ্জামান ফারুক, সন্ধ্যা সাহা, অজয় কুমার দাসগুপ্ত, প্রদীপ পাল ও নিলুফার বেগম (শিক্ষক প্রতিনিধি)।

বিএলএলএস এর লোগো:

সবুজ ও সোনালী রঙের যে লোগোটির সঙ্গে আমরা পরিচিত তা শুরুতে ছিল সাদা-কালো; নকশা করেছিলেন বিশিষ্ট স্থপতি মোঃ আসাদুজ্জামান। লোগোটিতে বিমূর্তভাবে নদীবিধৌত বাংলা, বিশেষ করে পৃথিবীর বৃহত্তম বদ্বীপকে ধারণ করা হয়েছে।

বোর্ড পরীক্ষায় অংশ নেয়া প্রথম ছাত্রছাত্রী:

পিএসএলই – অনুসূয়া হাজরা (মুনিয়া) ও অর্পণ কুমার ঘোষাল, ও-লেভেল আফরিন শাহাব (ইউনিভাসিটি অফ লন্ডন), অপরূপ ব্যানার্জি (ইউনিভাসিটি অফ কেমব্রিজ); এ-লেভেল অপরূপ ব্যানার্জি।

প্রথম প্রিন্সিপাল এবং প্রশাসন স্টাফ: প্রথম প্রিন্সিপাল ছিলেন একজন মালয় ভদ্রলোক জনাব আব্দুর রাহমান। প্রথম অ্যাডমিন স্টাফ ছিলেন মিসেস নাইমা ইয়াজদানী।

স্কুলের ছাত্রছাত্রীদের শপথ রচিয়তা: স্কুলের ছাত্রছাত্রীরা প্রতি শনিবার অ্যাসেম্বলীর সময় যে অঙ্গীকার পাঠ করে, সেটির রচয়িতা জনাব ফজল আহমেদ সরকার, প্রথম বাঙালি প্রিন্সিপাল।

তথ্যসূত্র: প্রতীতি – ২০১৯।