Bangla Language and Literary Society, Singapore

বি এল এল এস স্কুল - অধ্যক্ষ পদে প্রফেসর ড. হাবিবুল্লাহ খান এর যোগদান

সম্মানিত সদস্যবৃন্দ,

 

শুভ সকাল।

 

আপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বি এল এল এস ব্যবস্থাপনা পর্ষদ ২০২০ – ২০২১, সিলেকশন কমিটির সুপারিশ মোতাবেক বি এল এল এস স্কুলের অধ্যক্ষ পদে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. হাবিবুল্লাহ খান এর নিযুক্তি নিশ্চিত করেছেন। গত ১২ জুলাই শুরু হওয়া অধ্যক্ষ নিয়োগের এ প্রক্রিয়াটি ১১ সেপ্টেম্বর ২০২১ তারিখে শেষ হয়েছে।

 

বি এল এল এস এর সাথে ড. হাবিবুল্লাহ খানের সংযুক্তি স্বনামধন্য এই প্রতিষ্ঠানটিকে একটি নতুন মাত্রা দান করবে বলে আশা রাখছি। ড. হাবিবুল্লাহ খানের সংক্ষিপ্ত পরিচিতি এতদসঙ্গে যুক্ত হলো।

 

 

 

আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য। দিনগুলো হোক সুস্থ, সুন্দর, প্রাণবন্ত ও মঙ্গলময়।

 

ধন্যবাদান্তে,

সমীর চন্দ্র দাস

সেক্রেটারি,

বি এল এল এস ব্যবস্থাপনা পর্ষদ ২০২০-২০২১ এর পক্ষে,