Bangla Language and Literary Society, Singapore

মহান একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শ্রদ্ধাঞ্জলি

Our Ref: BLLS/SEC 2019-2020/09

Date: 20/02/2020

সম্মানিত সদস্য এবং শুভানুধ্যায়ীবৃন্দ,

শুভ সন্ধ্যা।

মাতৃভাষার অধিকার রক্ষায় হাসি মুখে প্রাণ বিসর্জন দেয়ার বিরলতম ঘটনার সাক্ষী মহান একুশ।

বহু ত্যাগ-তিতিক্ষা, সংগ্রাম আর ভাষা সৈনিকদের মহান আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ের অধিকারকে সম্মান জানিয়ে, একুশে ফেব্রুয়ারীতে   বিশ্বব্যাপী পালিত হচ্ছে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস”।

বাঙালির গৌরবের এই দিনটিকে আমরাও স্মরণ করছি সর্বোচ্চ মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায়।

বিনীত,

সমীর

সম্পাদক

বিএলএলএস ব্যবস্থাপনা পর্ষদ ২০১৯-২০এর পক্ষে,

E-mail: secretary@blls.sg

Phone & Whatsapp: +65 91693543                

Website: www.blls.org.sg

Facebook Page: https://www.facebook.com/B-L-L-S-171245186263991/?ref=bookmarks

Mailing address: P.O. Box 1112, Kent Ridge Post Office, Singapore 911104  

*** Care for ENVIRONMENT – Print ONLY when necessary ***