Bangla Language and Literary Society, Singapore

বি এল এল এস বাংলা স্কুল ওয়েস্ট স্প্রিং সেকেন্ডারি স্কুল ক্যাম্পাসের কার্যক্রম নিকটস্থ গ্রীনরিজ প্রাইমারি স্কুলে স্থানান্তর প্রসঙ্গে

সম্মানিত অভিভাবক ও সদস্যবৃন্দ,

 

আপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, সরকারি সিদ্ধান্ত মোতাবেক ভাষাভিত্তিক আরো কয়েকটি স্কুলের ন্যায়, বি এল এল এস বাংলা স্কুলের ওয়েস্ট স্প্রিং সেকেন্ডারি স্কুল ক্যাম্পাসটি নিকটস্থ গ্রীনরিজ প্রাইমারি স্কুলে স্থানান্তরিত হচ্ছে। তাই, বি এল এল এস ওয়েস্ট স্প্রিং ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে জানুয়ারী ২০২৩ হতে নতুন ক্যাম্পাসের শ্রেণীকক্ষে পাঠ গ্রহণের অনুরোধ করা যাচ্ছে। ০৭ জানুয়ারী ২০২৩ খ্রিস্টাব্দ, রোজ শনিবার বি এল এল এস স্কুলের নতুন বছরের প্রথম পাঠদান শুরু হবে। সকল শিক্ষার্থীদেরকে সময়মত বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। বি এল এল এস স্কুলের শিক্ষক ও অ্যাডমিন টিম, কার্যকরী পর্ষদ, স্কুল সাব-কমিটি ও স্বেচ্ছাসেবকবৃন্দ যথারীতি তাদের সেবা প্রদান করে যাবে।

 

গ্রীনরিজ প্রাইমারি স্কুলটি সেগার এল আর টির অনতিদূরে জেলাপাং রোডে অবস্থিত। বাস, কারপার্ক ও অন্যান্য সুবিধাদির বর্ণনা সম্বলিত একটি প্রচারপত্র এতদসঙ্গে যুক্ত হল।
নতুন ক্যাম্পাসটি সবার ভালো লাগবে বলে আশা করছি। আপনাদের আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য।