WEST SPRING SCONDARY SCHOOL 61 Senja Road Singapore 677737
East Campus
MERIDIAN SECONDARY SCHOOL 31 Pasir Ris, Street 51 Singapore 518901
বি এল এল এস আয়োজিত বর্ষা বরণ: মেঘ-মালহার
“মেঘের ডমরু ঘন বাজে।
বিজলি চমকায়
আমার বনছায়,
মনের ময়ূর যেন সাজে॥”
আপনাদের শ্রাবণের শুভেচ্ছা।
কাগজের নৌকাতে কিংবা নব ধারা জলের দুরন্তপনাতে কেটেছে বাঙালীর শৈশবের বর্ষা। প্রবাসের সাজানো শহরে বেড়ে ওঠা নবীনকে সেই আনন্দের ভাগ করে দেয়া কঠিন কাজ।
ছোটদের হাতে আঁকা অসামান্য সব ছবিতে, সুললিত ছন্দে, বর্ষার মূর্ছনা অভিভাবকদের না-বলা গল্পকে মূর্ত করে দিয়েছে। এভাবেই বাবা মায়ের হাত ধরে সন্তানেরা স্বীয় সত্তাকে খুঁজে পাবে তাদের ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে জানার মাধ্যমে। বর্ষা বরণের চমৎকার আয়োজন নিয়ে তৈরী ভিডিওগুলো নিম্নে শেয়ার করা হলো, আশা করি ভালো লাগবে।
আপনাদের সহযোগিতায় বি এল এল এস নতুন এবং পুরানো প্রজন্মের মেলবন্ধনে, বাংলা ভাষা এবং সাহিত্যের গতিশীলতায় কাজ করে যাবে।