সূত্র নং: বি এল এল এস/সেক ২০২০-২০২১/১১, এন এল: ৯১৬ তারিখ: ৪ ফাল্গুন ১৪২৭ বুধবার, ফেব্রুয়ারি ১৭, ২০২১ বিষয়: একুশ’২১ – মহান একুশের অনুষ্ঠান ‘স্বোপার্জিত বর্ণমালা’ র সম্প্রচার প্রসঙ্গে। সম্মানিত সদস্য এবং শুভানুধ্যায়ীবৃন্দ, শুভ সন্ধ্যা। বাঙালীর প্রতিটি উচ্চারণে জড়িয়ে আছে একুশ। অকুতোভয় ভাষা সৈনিকদের জানাই সালাম ও শ্রদ্ধা। গত ২৯ ডিসেম্বর ২০২০ এর পত্রানুযায়ী, একুশ উপলক্ষে স্বল্প পরিসরে একটি ভার্চুয়াল অনুষ্ঠান ‘স্বোপার্জিত বর্ণমালা’ র আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি ২১শে ফেব্রুয়ারী রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে আটটায় প্রচার করা হবে। নিমন্ত্রণ পত্রটি এতদসঙ্গে সংযুক্ত হলো। অনুষ্ঠানটি আপনারা সপরিবারে দেখুন এবং আপনাদের বন্ধুদের দেখতে বলুন। কোভিড সীমাবদ্ধতা কাজের পথ কঠিন করেছে। তারপরও শিল্পীবৃন্দ যথাসাধ্য চেষ্টা করেছেন। অনুষ্ঠানটি ভালো লাগলে তাঁদের শ্রম সার্থক হবে। অনুষ্ঠানটি দেখার জন্য বি এল এল এস এর ফেইসবুক এবং ইউটিউবে চোখ রাখুন, লিংক সমূহ সংযুক্ত হলো: বি এল এল এস ইউটিউব লিংক: https://www.youtube.com/channel/UCMqTk5F3lmJNfyuCRhPYGrA বি এল এল এস ফেইসবুক লিংক: https://www.facebook.com/B-L-L-S-171245186263991 সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে একুশ ভিত্তিক বেশ কয়েকটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এ মাসে। সকল সদস্য এবং বিশ্ববাসীর মঙ্গল কামনা করছি। বিনীত, […]