Bangla Language and Literary Society, Singapore

বিএলএলএস এর ত্রিশ বছর পূর্তি – ম্যাগাজিন ‘প্রতীতি’র জন্য লেখা আহ্বান

সম্মানিত সুধী,

বাংলা ল্যাংগুয়েজ এন্ড লিটারারি সোসাইটির ত্রিশ পূর্তি উপলক্ষ্যে বিএলএলএস এর বিশেষ ম্যাগাজিন প্রতীতির একটি নতুন সংখ্যা প্রকাশিত হবে। আপনাদের মৌলিক ও সৃজনশীল রচনায় ম্যাগাজিনটিকে সমৃদ্ধ ও স্মরণীয় করতে আগামী ২১শে জুলাইয়ের মধ্যে লেখা পাঠিয়ে দিন আমাদের কাছে। এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যসমূহ বর্ণিত রয়েছে সংযুক্ত ফ্লায়ারে।

সবাইকে ধন্যবাদ।

বিনীত,

শওকত শরীফ (সেক্রেটারি)

Bangla Language and Literary Society, Singapore. 

Mailing address: P.O. Box 1112,

396 Pasir Panjang Road, Singapore 118733.

Email: secretary@blls.org.sg

Website: www.blls.org.sg