গত ২০শে মে ২০১৭ শনিবার আমাদের পাসির রিস ক্যাম্পাসে (মেরিডিয়ান সেকেন্ডারী স্কুল) অনুষ্ঠিত হল বি এল এল এস স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বাৎসরিক পরীক্ষা ও জাতীয় পর্যায়ের বিভিন্ন পরীক্ষার মেধা তালিকায় স্থান লাভকারী ছাত্রছাত্রীদের এবং একুশে ফেব্রুয়ারীর বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানটি তিনটি ভাগে বিভক্ত ছিল, (১) প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের বক্তব্য, (২) সাংস্কৃতিক অনুষ্ঠান ও (৩) পুরস্কার বিতরণী। স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানটি ছিল দৃষ্টি নন্দন ও উপভোগ্য। সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে ছিল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে নিবেদিত শিক্ষিকাদের পরিবেশনায় একটি সমবেত সঙ্গীত।