Bangla Language and Literary Society, Singapore

পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০১৭

গত ২০শে মে ২০১৭ শনিবার আমাদের পাসির রিস ক্যাম্পাসে (মেরিডিয়ান সেকেন্ডারী স্কুল) অনুষ্ঠিত হল বি এল এল এস স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বাৎসরিক পরীক্ষা ও জাতীয় পর্যায়ের বিভিন্ন পরীক্ষার মেধা তালিকায় স্থান লাভকারী ছাত্রছাত্রীদের এবং একুশে ফেব্রুয়ারীর বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানটি তিনটি ভাগে বিভক্ত ছিল, (১) প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের বক্তব্য, (২) সাংস্কৃতিক অনুষ্ঠান ও (৩) পুরস্কার বিতরণী। স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানটি ছিল দৃষ্টি নন্দন ও উপভোগ্য। সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে ছিল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে নিবেদিত শিক্ষিকাদের পরিবেশনায় একটি সমবেত সঙ্গীত।