Bangla Language and Literary Society, Singapore
“প্রতীতি” মানে প্রত্যয়।
বাংলা ল্যাংগুয়েজ অ্যান্ড লিটারারি সোসাইটি ১৯৯৪ সালে যাত্রা করে ৩০ বছর পার করছে। সে উপলক্ষ্যে বরাবরের মতোই একটি সাহিত্য পত্রিকা বের করেছে যাতে প্রথিতযশা কবি, লেখক ও শুভানুধ্যায়ীরা ছাড়াও অংশ নিয়েছেন স্কুলের শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও সদস্যবৃন্দ। ৩০ বছর পালনের এই ক্ষণে এবারের “প্রতীতি” কলেবরেও বড়। স্থান পেয়েছে ৮০টি লেখা, হাতে আঁকা আর ক্যামেরার ছবি, শিক্ষিকাদের সাথে স্কুলের ছাত্র-ছাত্রীদের ছবি। ছোট বড় সবাই লিখেছেন হাত খুলে। সবচেয়ে ছোট লেখিকার বয়স ৬ মাত্র। অলংকরণ আর বিন্যাসের বৈচিত্র্যতায় সবার প্রাণ কেড়েছে “প্রতীতি”।
Protiti 2024 v2.0-compressedLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.