Bangla Language and Literary Society, Singapore

বিএলএলএস - বাংলার পথে চলে, বাংলার কথা বলে

সম্মানিত সুধী,
আপনার সন্তানকে তার শিকড়ের সন্ধান দিতে বাংলা শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখুন। সিঙ্গাপুরে বাংলাভাষা শেখার অনন্য প্রতিষ্ঠান বিএলএলএস বাংলা স্কুল। সুদীর্ঘ ত্রিশবছরের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানে সিঙ্গাপুর শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রথম শ্রেণী থেকে শুরু করে ‘ও’ এবং ‘এ’ লেভেল পর্যন্ত বাংলাভাষা শেখানো হয় দুটি ক্যাম্পাসে – পশ্চিম/উত্তর পশ্চিমে বিপি ক্যাম্পাস এবং পূর্বে পাসির রিস (পিআর) ক্যাম্পাসে। এছাড়াও বিএলএলএস জুরং ইস্ট ক্যাম্পাসে কিন্ডারগার্টেন থেকে শুরু করে প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণীতে বাংলা শেখার জন্য রয়েছে এনরিচমেন্ট ক্লাস যেখানে আপনার সন্তান সহজেই বাংলা শিখতে পারে।
বিএলএলএস একটি অলাভজনক প্রতিষ্ঠান। এটি নতুন প্রজন্মকে মাতৃভাষা বাংলা শেখানোর ব্রতে দৃঢ় সংকল্প ।
ভর্তি সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করুন:
৯০৬৮৪৮৯৩,৯০২৬৯৬৪০,৮৮৯৯৩২৯২
ইমেইল: admin@blls.org.sg