Bangla Language and Literary Society, Singapore

শুভ নববর্ষ ১৪২৭

 

সূত্র নং: বি এল এল এস / সেক ২০১৯-২০২০/১৬, এন এল  ক্রমিক নং: ৮১৩

তারিখ: ১ বৈশাখ ১৪২৭, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০

 

প্রিয় সুহৃদ,

শুভ নববর্ষ ১৪২৭।

জীবনের জয়গানে বাঙালীর পরিচয়। আত্মশক্তিতে বলিয়ান এ জাতি পরাভূত করেছিল মহামারী, মন্বন্তরসহ প্রতিকূল প্রাকৃতিক দুর্যোগ সমূহ।

কঠিন সময়ের সম্মুখীন আজ পৃথিবী। বিশ্ববাসীর সাথে একত্রিত হয়ে মানবতা, সতর্কতা এবং চিকিৎসা বিজ্ঞানের সঠিক প্রয়োগে আমরা উত্তীর্ণ হবে ইতিহাসের ভয়াবহতম এ সমরে, নতুন বছরে এ হউক আমাদের সংকল্প। 

ঘরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন । আমরা করবো জয়, নিশ্চয়ই।

অনেক শুভ কামনা পৃথিবীর সকলের জন্য। 

বিনীত,

সমীর

বিএলএলএস ব্যবস্থাপনা পর্ষদ ২০১৯-২০এর পক্ষে,

E-mail: secretary@blls.sg

Phone & Whatsapp: +65 91693543

Website: www.blls.org.sg

Facebook Page: https://www.facebook.com/B-L-L-S-171245186263991/?ref=bookmarks

Mailing address: P.O. Box 1112, Kent Ridge Post Office, Singapore 911104