সূত্র নং: বি এল এল এস / সেক ২০১৯-২০২০/১৭, এন এল ক্রমিক নং: ৮১৪
তারিখ: ৫ বৈশাখ ১৪২৭, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২০
প্রিয় সুহৃদ,
মানুষ মানুষের জন্যে,
জীবন জীবনের জন্যে,
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?
জনদরদী শিল্পী ভূপেন হাজারিকার কালজয়ী গানের স্বরলিপি বাঙালীর হাজার বছরের চিন্তা এবং চেতনার অনুরণন। মানবতা, ভালোবাসা আর কঠিন সংগ্রামের ঐকতানে এ জাতি মোকাবেলা করেছে মহামারী, মন্বন্তরসহ প্রলয়ঙ্করী সকল প্রাকৃতিক দুর্যোগ।
ইতিহাসে ফিরে গেলে, ১৯১৮’র স্পেনিশ ফ্লুর ভয়াবহতার পরে সর্বাধিক মানবিক বিপর্যয়ের সম্মুখীন আজ মানব জাতি। হঠাৎ করেই নীরব নিথর চারিধার। স্কুল আছে, কোলাহল নেই। শৈশব আছে, চাঞ্চল্য নেই। রাস্তা আছে, মানুষ নেই। ক্ষেত আছে, কৃষক নেই। অর্থনীতি আছে, প্রবৃদ্ধি নেই। খেটে খাওয়া মানুষের চোখের জলে আর হাহাকারে ভারী হচ্ছে পরিবেশ। অদৃশ্য শত্রুর ভয়ে আতংকিত জনপদ।
মানবতার এমন সংকটে ঘুরে দাঁড়াতে পারে একমাত্র মানুষ। সময় তাই বলে। কিছুই শেষ হয়ে যায় না, যতক্ষণ আমরা বলতে পারি, আমি আপনার পাশে আছি। যতক্ষণ আমরা আমাদের হৃদয় নিঃসৃত ভালোবাসা দিয়ে জোর গলায় বলতে পারি, “মানুষ মানুষের জন্য’’।
আপনি যেখানে আছেন, যতটুকু পারেন, সাহায্য করুন আপনার পরিচিতজন, সমাজ, সংগঠন অথবা দেশকে। আমরা সবাই হাত বাড়ালে, লক্ষ কোটি হাত তৈরী হবে, বিন্দু থেকে সিন্ধু হবে, দেশে-বিদেশে কেউ অভুক্ত থাকবেনা; বিপন্ন মানুষ অপেক্ষা করতে পারবে সেই সময় অবধি যখন আমাদের বিজ্ঞানী বন্ধুরা ভালো কিছু ঔষধ তৈরী করবে, চিকিৎসকরা উত্তম সেবা দিতে পারবে। সুস্থ সুন্দর পরিবেশে খেলা করবে আমাদের শিশুরা, আবারো ব্যস্ত হবে নগর, জনপদ।
আপনার সহমর্মিতা মানুষের প্রতি মানুষের বিশ্বাসকে দৃঢ় করবে, মানবতার বিজয়কে নিশ্চিত করবে। আসুন, সাহায্য করুন। এই মহৎ কার্যক্রমে যে সকল সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তাদের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করতে বি এল এল এস সকলকে উদাত্ত আহবান জানাচ্ছে।
বিশ্বমানবতার জয় হোক, পৃথিবীবাসী মুক্ত হোক চলমান এ মহামারী থেকে, এ প্রার্থনা আমাদের সকলের।
বিনীত,
সমীর
বিএলএলএস ব্যবস্থাপনা পর্ষদ ২০১৯-২০এর পক্ষে,
E-mail: secretary@blls.sg
Phone & Whatsapp: +65 91693543
Website: www.blls.org.sg
Facebook Page: https://www.facebook.com/B-L-L-S-171245186263991/?ref=bookmarks
Mailing address: P.O. Box 1112, Kent Ridge Post Office, Singapore 911104.
*** Care for ENVIRONMENT – Print ONLY when necessary ***