Bangla Language and Literary Society, Singapore

বি এল এল এস স্কুল বাস সার্ভিস

বি এল এল এস স্কুল বাস সার্ভিস – অত্যন্ত সাশ্রয়ী ও নিরাপদ
নিজে ব্যবহার করুন ও অন্যকে ব্যবহারে উৎসাহিত করুন ।
প্রিয় অভিভাবকবৃন্দ,
বি এল এল এস দীর্ঘদিন যাবত বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষিকা ও সংশ্লিষ্ট সকলের জন্য বাস-সেবা দিয়ে আসছে। বাস সার্ভিসটি আকর্ষণীয় করার জন্য সম্প্রতি অত্যন্ত সাশ্রয়ী মুল্যের প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
সুলভ ও নিরাপদ স্কুল বাস-সেবা পাওয়ার জন্য এখনই নিম্নলিখিত নাম্বারসমূহে যোগাযোগ করুনঃ
মুঠোফোনঃ অ্যাডমিন (৯১৩৭৯৭৪৪), এমদাদ (৮১৮৯৫১৯৩), কাঞ্চন (৯৮৫২৮৩২৫), আমিন (৯০২১৫৬৮২) 
আপনাদের সুবিধার্থে বাস সেবার ফরম ও ফ্লায়ার সংযুক্ত করা হল।
Download School Bus Service Request Form.
ধন্যবাদান্তে,
শান্তা চৌধুরী
অ্যাডমিন ম্যানেজার, বি এল এল এস
ফোনঃ +৬৫-৯১৩৭ ৯৭৪৪
ইমেইলঃ admin@blls.sg