সুধী,
ভাষার মাসে আগত একুশে ফেব্রুয়ারিতে আবারো আমরা যূথবদ্ধ হচ্ছি ভাষাকে কেন্দ্র করে। একুশে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দেশের গণ্ডি পেরিয়ে একুশে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়ে ওঠার গল্প আমরা শুনবো বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারারি সোসাইটি সিঙ্গাপুর আয়োজিত “আলোময় আলাপন” অনুষ্ঠানে। আপনাদের এ অনুষ্ঠান দেখার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
আমরা সম্মানিত যে আমাদের সঙ্গে থাকবেন ইউনেস্কো স্বীকৃত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অন্যতম রূপকার জনাব আব্দুস সালাম। মাতৃভাষার গৌরব প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশ সরকার তাঁকে স্বাধীনতা দিবস পুরস্কারে সম্মানিত করেছেন। ২০০১ সালে তাঁদের সংগঠন The Mother Language Lovers of the World বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পুরস্কার লাভ করে। জনাব আব্দুস সালাম যোগ দেবেন কানাডার ভ্যানকুভার থেকে।
আলাপচারিতায় আরো অংশ নেবেন জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে কর্মরত জনাব মুস্তাফিজুর রহমান। ১৯৯৯ সালে ইউনেস্কো কর্তৃক একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার সময় জনাব মুস্তাফিজুর রহমান ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসে কূটনীতিবিদ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আমাদের সঙ্গে যুক্ত হবেন জনপ্রিয় কথা সাহিত্যিক, নাট্যকার, কবি এবং সাংবাদিক জনাব আনিসুল হক। প্রায় তিন দশক ধরে তাঁর অসংখ্য উজ্জ্বল লেখা বাংলা সাহিত্যাঙ্গনকে ঋদ্ধ করেছে। বর্তমানে কাজ করছেন শীর্ষস্থানীয় একটি জাতীয় দৈনিকের সহযোগী সম্পাদক হিসেবে। তিনি ২০১১ সালে কথাসাহিত্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন।
বাংলা ভাষা, শিক্ষা ও সাহিত্য নিয়ে কাজ করা এবং এর আলোয় সবাইকে আলোকিত করার মহান ব্রত নিয়ে এগিয়ে যাচ্ছে বি এল এল এস। আমরা বিশ্বাস করি এ শুভ উদ্যোগে সবসময়ের মতো আপনারা আমাদের সাথেই থাকবেন।
অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে বি এল এল এস এর ফেইসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে।
তারিখঃ ৬ই ফেব্রুয়ারি, ২০২২ (রবিবার)
সিঙ্গাপুর সময় রাত ৯টা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা। লন্ডন সময় দুপুর ১টা।
অনুষ্টানটি দেখতে বি এল এল এস ফেইসবুক পেজের নিচের লিঙ্কে ক্লিক করুন :
https://fb.me/e/8lKtVn4cv
অনুষ্টানটি দেখতে বি এল এল এস ইউ টিউব চ্যানেলের নিচের লিঙ্কে ক্লিক করুন :
https://www.youtube.com/channel/UCMqTk5F3lmJNfyuCRhPYGrA