অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের হৃদ্য আমন্ত্রণে সাড়া দিয়ে বরেণ্য শিক্ষাবিদ এবং জনপ্রিয় কিশোর ঔপন্যাসিক ডঃ মুহম্মদ জাফর ইকবাল আসছেন বি এল এল এস এর বিশেষ নিবেদন ‘আলোময় আলাপন’ ওয়েবিনারে।
পুরো অনুষ্ঠানের আলাপচারিতায় আমরা জানব তাঁর জীবন ও অনুপ্রেরণার গল্প। শিক্ষা নিয়ে তাঁর ভাবনা ও বহুমাত্রিক কর্মযোগ। শুনব তাঁর সাহিত্যকর্ম সৃষ্টির না জানা সব ঘটনা। এ কথপোকথনে তিনি যুক্ত হবেন সোসাইটির সদস্য, অভিভাবক, শিক্ষিকা, শিক্ষার্থী এবং বাংলাভাষী অন্যান্য শ্রোতাদের সাথে। এক ঘন্টার বৌদ্ধিক এ আলাপনে তিনি নবীন শিক্ষার্থীদের প্রশ্ন নিবেন, করবেন ওদের নানান কৌতুহল নিরসন। অংশ নেবেন ওয়েবে লিখিত আপনাদের সরাসরি প্রশ্নোত্তর পর্বে।
বি এল এল এস এর ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত এ অনুষ্ঠানটি দেখতে আপনাদের সবাইকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।
ভাষা, শিক্ষা ও সাহিত্য নিয়ে কাজ করা এবং এর আলোয় সবাইকে আলোকিত করার মহান ব্রত নিয়ে এগিয়ে যাচ্ছে বি এল এল এস। আমরা বিশ্বাস করি এ শুভ উদ্যোগে সবসময়ের মতো আপনারা আমাদের সাথেই থাকবেন।
তারিখঃ ০৮ই আগস্ট, ২০২০ (শনিবার)
সিঙ্গাপুর সময় – রাত ৮ টা
বাংলাদেশ সময় – সন্ধ্যা ৬ টা
কলকাতা সময় – সন্ধ্যা সাড়ে ৫ টা
বি এল এল এস – ফেস বুক লিঙ্কঃ
https://www.facebook.com/events/725815994925366/
বি এল এল এস – ইউ টিউব লিঙ্কঃ