সূত্র নং: বি এল এল এস / সেক ২০১৯-২০২০/২৪, এন এল ক্রমিক নং: ৮২৪
২৭ বৈশাখ ১৪২৭, রোববার, ১০ মে ২০২০
প্রিয় সুহৃদ,
‘মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে
মাকে মনে পড়ে, আমার মাকে মনে পড়ে।
তার মায়ায় ভরা সজল দিঠি সেকি কভু হারায়,
সে যে জড়িয়ে আছে, ছড়িয়ে আছে, সন্ধ্যা রাতের তারায়,
সেই যে আমার মা, বিশ্বভূবন মাঝে তাহার নেইকো তুলনা।’
মা দিবসে বিশ্বের সকল মায়েদের জানাই শ্রদ্ধাঞ্জলি।
অটুট থাকুক চিরন্তন, নাড়ির এ বন্ধন।
(কৃতজ্ঞতা স্বীকার: প্রণব রায়, উপরোল্লিখিত গানটির গীতিকার; সুরকার এবং শিল্পী – সুধীরলাল চক্রবর্তী)
বিনীত,
সমীর,
বিএলএলএস ব্যবস্থাপনা পর্ষদ ২০১৯-২০এর পক্ষে,