সূত্র নং: বি এল এল এস/সেক ২০২০-২০২১/০৪, এন এল: ৮৯৫
তারিখ: ১৭ পৌষ ১৪২৭, শুক্রবার, ০১ জানুয়ারি ২০২১
সম্মানিত সদস্য এবং শুভানুধ্যায়ীবৃন্দ,
মায়াবী কুয়াশায় মাখানো সোনালী প্রভাতে ইংরেজি নতুন বছরের সূর্য আলোকিত করেছে বাংলার প্রান্তর। দূর প্রবাসে কল্পনার পরশে, ভাষা ও সাহিত্যে, প্রিয় বাংলাকে হৃদয়ে জড়িয়ে রেখেছে আপনাদের বি এল এল এস। শুভ হোক ইংরেজি নববর্ষ ২০২১।
কোভিড-১৯ সংক্রমিত ২০২০ খ্রিস্টাব্দ সমগ্র বিশ্বের ন্যায় বি এল এল এস এর জন্য চ্যালেঞ্জিং ছিল। আপনাদের আন্তরিক সহযোগিতায় বিশেষ কোনো জটিলতা ছাড়াই অতিমারির প্রারম্ভিক পর্যায় কাটানো গেছে। কিন্তু মানবতার কঠিন এই সংকট ও অসহায়ত্বের কালটুকু এখনো শেষ হয়নি। নতুন বছর তাই অনেক গুরুত্বপূর্ণ – আশার, সুস্থ থাকার এবং জীবনের স্বাভাবিক ছন্দে ফিরে যাবার।
সদস্যদের অনেকেই প্রিয়জনকে হারিয়েছেন দেশের মাটিতে, শত ইচ্ছা থাকা সত্ত্বেও শেষ সময়ে তাঁদের কাছে থাকতে পারেননি – আমরা অত্যন্ত দুঃখিত ও মর্মাহত। একই সময়ে বাংলা সাহিত্যের অনেক খ্যাতিমান লেখক আমাদের ছেড়ে চলে গেছেন। প্রয়াত সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
আসছে ৯ জানুয়ারী ২০২১, শনিবার, স্কুলের প্রথম দিন; অনুগ্রহ করে স্বাস্থ্যবিধি মেনে আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন। কোভিড বিষয়ক সরকার কর্তৃক জারীকৃত এস এম এম যথারীতি পালন করা হবে। অভিভাবকদের অনির্ধারিতভাবে স্কুল প্রাঙ্গনে ঢোকার ব্যাপারে বিদ্যমান বিধিনিষেধ প্রযোজ্য থাকবে। এ ব্যাপারে আপনাদের সদয় বিবেচনা আশা করছি।
জুরং ইস্টে বি এল এল এস নতুন ক্যাম্পাস খুলেছে এনরিচমেন্ট ছাত্র-ছাত্রীদের জন্য। অত্যন্ত সুবিধাজনক স্থানে বাংলা শেখানোর এ উদ্যোগ কম্যুনিটিকে বিশেষভাবে উপকৃত করবে বলে আশা রাখছি। নতুন ছাত্র-ছাত্রী ভর্তিতে আপনাদের সক্রিয় সহযোগিতা একান্ত কাম্য।
সঙ্গত কারণে স্কুল এবং সোসাইটির অনেক কার্যক্রম ভার্চুয়ালি পরিচালিত হবে – অনুগ্রহ করে বিষয়টি বাস্তবতার নিরিখে দেখবেন। বাস-সেবা বছরের প্রথম স্কুল দিন থেকেই চালু রাখার পরিকল্পনা করা হয়েছে। খরচ না বাড়িয়ে বাস-সেবার মানোন্নয়নের চেষটা থাকবে; আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন।
মেম্বারশিপ ফী এবং টিউশন ফী সমূহ অনলাইন মাধ্যমে পরিশোধে সচেষ্ট থাকবেন। অনুগ্রহ করে আপনার GIRO চালু করুন এবং সোসাইটির আর্থিকসেবা প্রদানে গতিশীলতা বৃদ্ধিতে সাহায্য করুন। যারা GIRO করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, আপনাদের সন্তানেরা অগ্রাধিকার ভিত্তিতে বই এবং আনুসাঙ্গিক সুবিধা সমূহ পাবে।
স্কুলের পড়াশোনার উৎকর্ষ সাধনে বি এল এল এস দৃঢ় প্রতিজ্ঞ। সময়ের সাথে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় কিছু পরিবর্তন দৃশ্যমান হবে, যার সুফল আগামী দিনগুলোতে পাওয়া যাবে বলে আশা করি।
বাংলা ভাষা এবং সাহিত্যের বিকাশে বি এল এল এস গৃহীত বিভিন্ন পদক্ষেপসমূহের ধারাবাহিকতা এবং নতুন কিছু করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। সোসাইটি ও স্কুল সংক্রান্ত খবরের জন্য চোখ রাখুন বি এল এল এস এর ওয়েবসাইট, ফেসবুক,খুদেবার্তা আর ইমেইলে।
আপনাদের দায়িত্বশীল, সুচিন্তিত মতামত আমাদের সমৃদ্ধ করবে, দয়া করে তা লিখিত জানিয়ে কৃতজ্ঞতাভাজন হবেন। নতুন বছর মঙ্গলবার্তা বয়ে আনুক বি এল এল এস পরিবার এবং সবার জন্য, এই শুভ কামনা রইলো।
শুভেচ্ছান্তে,
সমীর চন্দ্র দাস,
সম্পাদক
বিএলএলএস ব্যবস্থাপনা পর্ষদ ২০২০- ২০২১ এর পক্ষে,
E-mail: secretary@blls.sg