Bangla Language and Literary Society, Singapore

একুশে-২০২০ এর অনুষ্ঠান স্থগিতকরণ প্রসঙ্গে

Our Ref: BLLS/SEC 2019-2020/08

Date: 12/02/ 2020

 

সম্মানিত সদস্য এবং শুভানুধ্যায়ীবৃন্দ,

শুভ সন্ধ্যা।

আপনারা সবাই COVID-19 ভাইরাস এবং এর সংক্রমণজনিত সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল আছেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে, কমিউনিটির বৃহত্তর স্বার্থে, বি এল এল এস এর ব্যবস্থাপনা পর্ষদের  সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৩শে ফেব্রুয়ারীতে অনুষ্ঠিতব্য একুশে-২০২০ এর অনুষ্ঠানটি আপাতত স্থগিত ঘোষণা করা হচ্ছে। অনুকূল পরিবেশ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তীতে নতুন দিন ধার্য্য করা হতে পারে, যা আপনাদের যথা সময়ে জানিয়ে দেয়া হবে।  

অনুষ্ঠান সংশ্লিষ্ট কলা-কুশলী যারা দীর্ঘদিন ধরে মহড়ায় অংশ গ্রহণ ও সার্বিক সহযোগিতা করে একুশের অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব প্রায় শেষ করে এনেছিলেন, তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আশা করি কঠিন এ সময়টুকু আমরা সবাই ধৈর্য্য, সতর্কতা ও সাহসের সাথে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে পারব।

বি এল এল এস এর সদস্যবৃন্দ এবং বিশ্ববাসীর মঙ্গল কামনা করছি।

বিনীত,

সমীর

সম্পাদক

বিএলএলএস ব্যবস্থাপনা পর্ষদ ২০১৯-২০এর পক্ষে,

E-mail: secretary@blls.sg

Phone & Whatsapp: +65 91693543                 

Website: www.blls.org.sg

Facebook Page: https://www.facebook.com/B-L-L-S-171245186263991/?ref=bookmarks

Mailing address: P.O. Box 1112, Kent Ridge Post Office, Singapore 911104