বি এল এল এস – আলোময় আলাপন (BLLS):
বরেণ্য শিক্ষাবিদ এবং জনপ্রিয় কিশোর ঔপন্যাসিক ডঃ মুহম্মদ জাফর ইকবাল কথা বলেছেন বি এল এল এস এর বিশেষ নিবেদন ‘আলোময় আলাপন’ অনুষ্ঠানে।
পুরো অনুষ্ঠানের আলাপচারিতায় আমরা জেনেছি তাঁর এক জীবনের গল্প। শিক্ষা নিয়ে তাঁর ভাবনা ও কর্মযোগ। শুনেছি তাঁর সাহিত্যকর্ম সৃষ্টির না জানা সব ঘটনা। এ কথপোকথনে তিনি যুক্ত হয়েছেন আমাদের সোসাইটির সকল শ্রদ্ধেয় সদস্য, অভিভাবক এবং শিক্ষার্থীদের সাথে। বিবিধ বিষয়ক এ আলাপনে তিনি আমাদের নবীন শিক্ষার্থীদের প্রশ্ন নিয়েছেন, করেছেন ওদের নানান কৌতুহল নিরসন। অংশ নিয়েছেন সরাসরি প্রশ্নোত্তর পর্বে।
অনেক ব্যস্ততার মাঝেও বি এল এল এস কে সময় দেবার জন্য ডঃ মুহম্মদ জাফর ইকবালকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ জানাই বি এল এল এস এর সকল শুভানুধ্যায়ীকে, স্বতঃস্ফূর্তভাবে আন্তরিক অংশগ্রহণের জন্য।
অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হয় বি এল এল এসের ফেইসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে।
তারিখঃ ৮ই আগস্ট, ২০২০ (শনিবার)
অনুষ্টানটি দেখতে বি এল এল এস ফেসবুক পেজের নিচের লিঙ্কে ক্লিক করুন :
https://www.facebook.com/171245186263991/videos/347888856372571/
অনুষ্টানটি দেখতে বি এল এল এস ইউ টিউব চ্যানেলের নিচের লিঙ্কে ক্লিক করুন :
https://www.youtube.com/watch?v=WcpL3LvqaaQ